নিজস্ব সংবাদদাতা: সোমবার ছিল বসন্ত পঞ্চমী। এদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ।এবার বসন্ত পঞ্চমীর দিন বেলুন বিস্ফোরণ। সোমবার বিকেলে মেলাপ্রাঙ্গণের ২০ নম্বর সেক্টরে আখাড়া মার্গের কাছে একটি বিজ্ঞাপনের বেলুন বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ছয় জন পূণ্যার্থী গুরুতর আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। কী ভাবে বেলুন বিস্ফোরণ হল, এখন তা খতিয়ে দেখছে পুলিশ। মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দোর ও খারগোনের বাসিন্দা।আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।