নিজস্ব সংবাদদাতা : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃমনমোহন সিং-এর আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর মৃত্যুতে দেশজুড়ে পালন হবে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। তাঁর আত্মার শান্তি কামনা করে,পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতিতে আসে উদারীকরণ। এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম,মিতভাষী প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করে তাঁর মহানুভবতার দিক তুলে ধরলেন। এক্স হ্যান্ডলে লেখেন, “কারাদণ্ডের সেই অন্ধকার দিনগুলিতে, তিনি সত্যিকারের বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর মহানুভবতা এই ঘটনা থেকেই বোঝা যায়। তাঁর এই মহানুভবতা আমার হৃদয়ে চিরকালের জন্য থাকবে।” মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারই সাথে লেখেন, “আমার পরিবারের উপর থেকে চাপ কমাতে সন্তানদের স্কলারশিপ দিতে চেয়েছিলেন তিনি। বিশেষ করে তাঁর পুত্র ইহসানের টিউশন ফি দিতে চান।" মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “রাজনৈতিকভাবে তখন তা সমীচীন ছিল না কিংবা তৎকালীন মালয়েশিয়া সরকার তা ভালভাবে নিত না, তারপরও সাহায্য করতে চেয়েছিলেন মনমোহন সিং।” তিনি লেখেন, “ভারতের আর্থিক সংস্কারের রূপকার ছিলেন তিনি।” শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লেখেন, “বিদায় আমার বন্ধু, আমার ভাই মনমোহন।” ঘটনা প্রসঙ্গে বলেন, আনওয়ার ইব্রাহিমকে ১৯৯৮ সালে মালয়েশিয়ার মন্ত্রিসভা থেকে সরানো হয়েছিল। অভিযোগ ওঠে দুর্নীতির। এমনকি যেতে হয় জেলেও। সেইসময় মনমোহন সিং সাহায্যের হাত বাড়ান।