Skip to content

পুজোর আগেই দেবভূমিকে ৪২০০ কোটির উপহার!

1 min read

প্রতিবেদন : উৎসবের মরশুমে দেবভূমিকে বিশেষ উপহার কেন্দ্রের। ৪২০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আগামিকাল, ১২ অক্টোবর উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সেখানে তিনি পার্বতী কুণ্ডে পুজো দেবেন। একইসঙ্গে ভারতীয় সেনা বাহিনী, আইটিবিপি ও বিআরও আধিকারিকদের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী । জানা গিয়েছে, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে পিথোরাগড়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে পার্বতী কুণ্ডে যাবেন। সেখানে তিনি পুজো দেবেন। আদি কৈলাশেরও আশীর্বাদ নেবেন প্রধানমন্ত্রী। এরপর পিথোরাগড়ে ৪২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ।

Latest