নিজস্ব সংবাদদাতা : দীঘা রেলস্টেশনের সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের ভোগীব্রক্ষ্মপুর মৌজায় পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত নেওয়ার পরেই রাতারাতি ২৫ একর জমির উপর জগন্নাথধাম ও সংস্কৃতি কেন্দ্র তৈরির কাজ শুরু হয়। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় পুর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্র সৈকতের কাছেই তৈরী হচ্ছে । সুবিশাল আকারের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির।প্রায় ১৫০ কোটি টাকা ব্যায় করে ২২ একর জমিতে গড়ে উঠছে এই মন্দির, যা আলাদাই নজর কাড়বে দর্শনার্থীদের বাড়বে আরো পর্যটকদের ভিড়।সূত্রের খবর, কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই কবে উদ্বোধন হবে দীঘার এই জগন্নাথ মন্দিরের তা নিয়ে জল্পনা চলছেই। ৭ জুলাই রথযাত্রা। এর আগেই কি উদ্বোধন হবে মন্দিরের! শোনা যাচ্ছে ভোট পর্ব মিটলে উঠে যাবে আদর্শ আচরণবিধি। তারপরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। এখন দিঘায় জগন্নাথ দর্শনের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। প্রতি বছর দিঘার সমুদ্র পাড়ে থাকা জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবারেও রথ চলবে। নতুনভাবে বড় আকারের একটি রথ নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে।