নিজস্ব সংবাদদাতা : গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকী আসন জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পায় তৃণমূল, সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি। কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি কমিটির দখল নিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা পুনরুদ্ধার করল তৃণমূল।প্রসঙ্গত অবস্থানগত ভাবে এগরা ২ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভোট দেওয়ার অধিকার পান উত্তর কাঁথির বিধায়ক, কাঁথির সাংসদ, এগরার বিধায়ক ও মেদিনীপুরের সাংসদ। ২০২৩ পঞ্চায়েত ভোটের পর পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের ভোটে স্থানী তৃণমূল বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে তৃণমূলের ঝুলিতে ছিল ১৯টি ভোট। অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ ও উত্তর কাঁথির বিজেপি বিধায়কের ভোট মিলিয়ে গেরুয়া শিবিরের ঝলিতেও ১৯টি ভোট ছিল। এই সময় শিশির অধিকারীর একটি ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেদিনীপুরের বর্তমান সাংসদ তৃণমূলের টিকিটে জয়ী জুন মালিয়া।সেই অনাস্থা ভোটে জয়ী হয়ে এগরা ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি পুনরুদ্ধার করলো শাসক দল।