Skip to content

পুরী থেকে ফেরার পথে নারায়ণগড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত ২৫ জন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুর্শিদাবাদ জেলার রেজিনগর গ্রাম থেকে একটি বেসরকারি পর্যটক বাস পুরি গিয়েছিল বাসটি ফেরার পথে গঙ্গাসাগর হয়ে বাড়ি ফিরবে পর্যটকরা। পুরি থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এর উকুনমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পর্যটক ভর্তি বাসটি। ঘটনাস্থলে স্থানীয়রা নারায়ণগড় থানার পুলিশ ছুটে এসে যাত্রীদের কে উদ্ধার করা হয়। আহতদের কে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বাসটির মধ্যে যাত্রী ছিল প্রায় ৪৫ জন তাদের মধ্যে ২৩ জন যাত্রীর গুরুতর আহত হওয়ায় তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যাত্রীরা জানান" গত সোমবার বাড়ি থেকে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে দীঘা ও পুরী হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলাম। মাঝপথে গাড়ির চালক খালাসীকে গাড়ি চালাতে দিলে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্ঘটনায় যাত্রীদের চিকিৎসার জন্য নির্দেশ দেন পুলিশ প্রশাসন মেদিনীপুর মেডিকেল বিভাগ, SDO , ও মেদিনীপুর পৌরসভা কে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে যান মেদিনীপুর মেডিকেল কলেজে আহতদের কে দেখতে মেদিনীপুর সদর এসডিও কৌশিক চট্টোপাধ্যায় মহাশয় ও মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যান সৌমেন খাঁন। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খাঁন বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আহতদেরকে কাছে ছুটে এসেছি। দুর্ঘটনায় যাত্রীদের জামা কাপড় নষ্ট হয়ে যায় তাই পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে জামা কাপড় ,চাদর ও ধুতি দেওয়া হয়। এছাড়া তাদের চিকিৎসা কোনরকম ত্রুটি না থাকে এদিকে আমাদের নজর রাখবো।

All reactions:4You, Sunny Shaik, Deblina Tuli Ghoshal Manna and 1 other

Latest