Skip to content

পুরুলিয়ার রঘুনাথপুরে উদ্বোধন হল প্রেস ক্লাবের!

1 min read

নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন হলো পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা প্রেস ক্লাবের। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) আদিত্য বিক্রম হীরানী, রঘুনাথপুরের এসডিও তামিল ওভিয়া এস, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী, রঘুনাথপুরের এসডিপিও অবিনাশ ভীমরাও যাধোয়ার। এছাড়াও ছিলেন জয়চন্ডী পর্যটন উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া।  রঘুনাথপুর মহকুমার তথ্য সংস্কৃতি আধিকারিক সায়ন ঘোষ। রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মন্ডল এবং এলাকার বিশিষ্ট জনেরা।প্রদীপ প্রজ্জ্বলন, ফলক উন্মোচন, ক্লাবের পতাকা উত্তোলনের পরে প্রেস ক্লাবের অফিসের ভবনের উদবোধন করেন প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহকুমা প্রেস ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রঘুনাথপুর মহকুমা শিল্পাঞ্চলের ডিভিসি, শ্যাম স্টিল, শাকাম্ভরী গ্রুপ, দামোদর ইস্পাত, এম এস পি এলের মত শিল্পদ্যোগীরা। পুরুলিয়ার মাটির লোকশিল্প ছৌ নাচের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

Latest