Skip to content

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন রাহুল গান্ধী!

নিজস্ব সংবাদদাতা : কাশ্মীর হামলার পর একদিকে চলছে প্রত্যাঘাতের প্রস্তুতি। ৫ই মে সোমবার সন্ধ্যায় ঠিক এমনই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীর কাছে গেলেন রাহুল গান্ধী । হামলার পর কাশ্মীরে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে সরকার যা পদক্ষেপ নেবে, বিরোধী দল হিসেবে কংগ্রেস তার পাশে থাকবে। পূর্ণ সমর্থন জানাবে। সেই বৈঠকে হাজির রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।গত রবিবার বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং নৌবাহিনীর প্রধান দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

Latest