নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের জয়পুরে চাঞ্চল্যকর ঘটনা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) গেস্ট হাউসে কর্মরত ম্যানেজারকে গ্রেফতার করল রাজস্থান সিআইডি। অভিযোগ, ওই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য তথ্য পাচার করছিলেন। ধৃত ব্যক্তির নাম মহেন্দ্র প্রসাদ। তবে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তাকে নজরে রাখা হচ্ছিল। বিভিন্ন সামরিক তথ্য ও সেনা চলাচলের ছবি, গোপন ডকুমেন্ট বিদেশে পাচারের প্রমাণ পাওয়া গিয়েছে বলে গোয়েন্দাদের দাবি। সিআইডির একটি সূত্র জানিয়েছে, ধৃত ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমে একটি ফেক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগে আসেন। সেই সূত্র ধরেই ধীরে ধীরে সেনা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচারের জালে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদে বসানো হয়েছে। কে বা কারা তার সঙ্গে যুক্ত, কোন কোন তথ্য ইতিমধ্যে পাচার হয়েছে— সব খতিয়ে দেখছে তদন্তকারীরা। সাইবার ক্রাইম বিভাগও তদন্তে নেমেছে। দেশের নিরাপত্তার প্রশ্নে এমন ধরনের গাফিলতি যথেষ্ট উদ্বেগজনক। বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও সতর্ক হয়েছে।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তথ্য পাচার করার অভিযোগে ধৃত রাজস্থানের এক যুবক!
