নিজস্ব সংবাদদাতা,কলকাতা: শিয়ালদহের ফুটপাথে রাজুদা, ওরফে রাজু ঘোষের পরোটা জনপ্রিয় স্ট্রিট ফুড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। ছবিতে দেখা যাচ্ছে ফুটবল মহাতারকা লিওনেল মেসি, হাতে এক প্লেট ‘রাজুদার পকেট পরোটা’। সঙ্গে লেখা— “Coming soon to Kolkata!”
এই পোস্টটি প্রকাশ হতেই যেন আগুন লেগেছে নেটদুনিয়ায়। চোদ্দ বছর পর ১৩ ডিসেম্বর আবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে চলেছে লিওলেন মেসিকে। আর তা নিয়ে এখন থেকেই উন্মাদনা দর্শকদের মনে। মেসির ভারত সফর নিয়ে জল্পনা যেমন তুঙ্গে, তেমনই শুরু হয়েছে প্রশ্ন— তবে কলকাতায় কি সত্যিই রাজুদার দোকানে পকেট পরোটা চেখে দেখবেন তিনি? সবমিলিয়ে এখন প্রশ্ন একটাই —“মেসি কি সত্যিই খেতে আসছেন রাজুদার পকেট পরোটা?” উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই। তবে আপাতত ভাইরাল ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রমেই! আসলে ভাইরাল ছবিটা যে এআই দিয়ে তৈরি, তা বুঝতে কোনও দ্বিধা নেই।

ভাইরাল এই বিষয়টি নিয়ে মেসিকে ভারতে নিয়ে আসার প্রধান কারিগর শতদ্রু দত্ত নিজের পোস্টে সেই ছবি শেয়ার করে সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আমি এই ছবিটা দেখছি সোশাল মিডিয়ায় ঘুরছে। শুনলাম তিনি পরোটা বিক্রি করেন। অনেকে মজা করছেন ছবিটা নিয়ে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই মানুষটা পরিশ্রম করে কিছু করছে।’ তারই সাথে লিখেন ‘পরোটা বিক্রি করে কি স্বপ্ন দেখা যায় না? আমি কখনও কোনও কাজকে ছোট করি না। যাঁরা নিজের পায়ে দাঁড়াতে কিছু করছেন, তাঁদের তো একদমই নয়। কথা দিলাম, এই ছবি বাস্তব করব। উনি মেসির সঙ্গে দেখা করবেন। আমি করাব।’