Skip to content

রেললাইন যেন সেলফি জোন!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : রেললাইন যেন সেলফি জোন! ঝুঁকি নিয়ে রেলের ট্র্যাকে না দাঁড়ালে যেন ছবি হবে না। বিপদ আঁচ করে রেললাইনের উপর থেকে তাঁদের সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে। মেদিনীপুরের ওসি আরপিএফ ভূপেন্দ্রকুমার যাদব বলেন, 'কাঁসাই রেলব্রিজে প্রত্যেক বছর পিকনিক পার্টির ভিড় হয় বলে আরপিএফ, জিআরপি ও রাজ্য পুলিশ এ বার একসঙ্গে নজরদারি করেছে। রেললাইনে দাঁড়িয়ে ছবি তোলা, ঘোরাফেরা না করার জন্য বলা হলেও অনেকে আমাদের সঙ্গে ঝগড়া করেছেন। একদলকে সরিয়েছি তো অন্য দল আবার ঢুকে পড়েছে। কত জনকে আটকাব? এত মানুষকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। চারিদিকে কত দুর্ঘটনা ঘটছে, তারপরেও মানুষের হুঁশ ফেরেনি। আরও বেশি প্রচার করতে হবে।আমাদের দেশের বেশ কিছু স্থান আছে যেখানে সেলফি তোলা নিষেধ। রেলওয়ে লাইনে সেলফি তুললে জেল ও জরিমানা হতে পারে ।রেল লাইনে সেলফি তুললেহতে পারে ১০০০টাকা জরিমানা এবং ৬ মাসের জেল পর্যন্ত । রেল আইন ১৯৮৯ এর ধারা ১৪৫ ও ১৪৭ এ এই জরিমানা হবে । 

Latest