Skip to content

ভয়াবহ পথ দুর্ঘটনা ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়কে!

নিজস্ব প্রতিবেদন : ঘটনাটি ঘটেছে  পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কালিকাপুর এলাকায়। মারুতি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন চারজন। ঘটনায় রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হলে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্রুত গতিতে আসা একটি বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়ায় ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক এলাকায়। জখমদের স্থানীয় ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সেখানে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 

Latest