ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় পাওয়া গেল রাজসাক্ষী। হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে দেশটির আদালতে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার ওই মামলায় হাসিনা-সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। গত বছরের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে হাসিনা ছাড়াও অন্য দুই অভিযুক্ত হিসেবে রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। হাসিনা এবং আসাদুজ্জামান, উভয়কেই ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। অপর অভিযুক্ত মামুনকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। আদালতে ‘দোষ স্বীকার’ করেছেন পুলিশের প্রাক্তন আইজিপি। অপরাধের বিষয়ে তথ্য দিয়ে ট্রাইবুনালকে সাহায্য করার কথাও বলেছেন তিনি। পরে মুখ্য সরকারি আইনজীবী তাজুল ইসলাম জানান, মামুন এই মামলায় রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হয়েছেন। গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন বিচারপতির বেঞ্চ এ দিন আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশের ফলে এই প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল। বস্তুত, এই মামলাটি ছাড়াও বাংলাদেশে আরও দু’টি মামলা চলছে আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। একটি মামলায় আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালের গুম-খুনের মামলায় অভিযুক্ত করা হয়েছে হাসিনাকে। অন্যটি ঢাকার মতিঝিলে ইসলামি সংগঠন 'হেফাজতে ইসলাম' এর সমাবেশে হত্যকাণ্ডের মামলা।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী হলেন প্রাক্তন পুলিশপ্রধান, চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিল আদালত!
