Skip to content

শুধু অ্যাডমিট কার্ডে হবে না, পরীক্ষার্থীদের সঙ্গে আনতে হবে অতিরিক্ত নথিও: জানাল SSC

1 min read

নিজস্ব প্রতিবেদন: আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। আর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে ১৪ সেপ্টেম্বর। এবার চাকরিপ্রার্থীদের জন্য নতুন নির্দেশ জারি করল স্কুল সার্ভিস কমিশন। আসন্ন স্কুল সার্ভিস কমিশন (SSC) পরীক্ষায় বড়সড় নিয়ম । এবার থেকে শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার্থীদের পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। SSC সূত্রে জানা গিয়েছে, অনলাইনে আবেদন করার সময় বহু চাকরিপ্রার্থী তাঁদের ছবি ও স্বাক্ষর আপলোড করেননি। ফলে পরীক্ষার হলে প্রার্থীদের পরিচয় যাচাই করতে সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণেই কমিশন জানিয়ে দিয়েছে, পরীক্ষায় বসতে হলে প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে আনতে হবে। এছাড়াও কমিশন জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে প্রার্থীর অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র মিলিয়ে দেখা হবে। কোনও প্রকার গাফিলতি ধরা পড়লে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সেজন্য প্রত্যেক চাকরিপ্রার্থীকে ২ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে আসতে বলা হয়েছে। দুপুর ১২টা থেকে পরীক্ষা। প্রত্যেক চাকরিপ্রার্থীকে সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। ১০টার মধ‍্যে আধার কিংবা ভোটার কার্ড নিয়ে না পৌঁছলে ওই চাকরিপ্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর হওয়ায় পরীক্ষার্থীদের আগেভাগে প্রস্তুত থাকতে বলা হয়েছে। SSC-র পক্ষ থেকে সাফ জানানো হয়েছে— "যে কোনও মূল্যে নকল বা প্রতারণা ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।" পরীক্ষার্থীদের এখন তাই দ্বিগুণ সতর্কতা— পড়াশোনার সঙ্গে সঙ্গে পরীক্ষার দিনে প্রয়োজনীয় নথি ভুললে চলবে না।

Latest