Skip to content

সাহিত্য রত্ন সম্মাননা পেলেন মেদিনীপুরের ধৃতব্রত সরকার!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য ‘সাহিত্য রত্ন সম্মাননা- ২০২৩’ পেলেন মেদিনীপুর শহরের বাসিন্দা লেখক, শিক্ষক ধৃতব্রত সরকার। পেশায় ইংরেজি শিক্ষক ধৃতব্রত এই বছর বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন থেকে এই সম্মাননা গ্রহণ করলেন। লেখক ধৃতব্রত’র হাতে বর্ণাক্ষর সাহিত্য সেরা সম্মানের একটি স্মারক, মানপত্র ও পদক তুলে দেওয়া হয়। বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন সারা বাংলায় মোট ৩৮ জন সাহিত্যিককে এই সাহিত্য রত্ন সম্মাননা প্রদান করল।ধৃতব্রতবাবু দীর্ঘ কয়েক বছর ধরে শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চা নিয়মিত করে চলেছেন। এই সম্মান তাঁর সাহিত্য সৃষ্টির উৎসাহ আরো বাড়িয়ে দিল বলে লেখকের অভিমত। তিনি বলেন, “নিবিড় ও সৃজনশীল চর্চার মধ্যে দিয়ে বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পুরস্কার প্রাপ্তির জন্য সাহিত্যচর্চা বা লেখালেখি করি না। তবে পুরস্কার প্রাপ্তি অবশ্যই উৎসাহিত করে। আগামী দিনেও লেখালেখির সঙ্গে যুক্ত থাকতে চাই।”উল্লেখ্য বর্ণাক্ষর সাহিত্য প্রকাশন ছাড়াও রামধনু প্রকাশনী , অনুভূতি প্রকাশন, সাতকাহন প্রকাশনী, বর্ণাশ্রম প্রকাশন, প্রবাহিণী প্রকাশন , শরৎ প্রকাশনী থেকেও ধৃতব্রত বাবুর লেখা অনেক গল্প, কবিতা, ছড়া বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও তাঁর গল্প, কবিতা বিভিন্ন সংকলনে স্থান পেয়েছে। শিক্ষকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি তিনি একাধারে সঞ্চালক, বাচিক ও সঙ্গীত শিল্পীও।

Latest