নিজস্ব প্রতিবেদন : আধুনিক প্রযুক্তির সাহায্যে সাইবার অপরাধ দমনে তৎপর হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। নানা উপায়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করলেন কমিশনারেটের গোয়েন্দারা। বর্তমান যুগে সাইবার অপরাধ পুলিশ কর্তাদের কাছেও একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখন এরই বিরুদ্ধে লড়াইয়ে নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সাইবার অপরাধীদের হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে সক্রিয় হওয়ার পরেই খোয়া যাওয়া আড়াই কোটি টাকারও বেশি উদ্ধার করা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ডা: কুলদীপ এসএস বলেন, “আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার অপরাধ আটকাতে একটি পোর্টাল প্রকাশ করা হয়েছে।