Skip to content

সার্জারি বিভাগের ভুলেই মৃত্যুর, ক্ষোভে মেদিনীপুর শহরবাসী!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : চিকিৎসায় অবহেলা। মেদিনীপুর শহরের লাগোয়া ঝর্ণাডাঙা বা কালগাও-র ১৩ বছরে কিশোরীর মৃত্যুতে এক প্রকার 'চাপে পড়ে' মেদিনীপুর মেডিক্যালের সার্জারি বিভাগের কাছে 'লিখিত রিপোর্ট' চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সার্জারি বিভাগের তরফে ডঃ সমরেন্দ্র নাথ ত্রিপাঠী সেই রিপোর্ট জমা দিয়েছেন হাসপাতাল সুপার ডঃ জয়ন্ত রাউতের কাছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তাঁর বিরুদ্ধে বা সার্জারি বিভাগের বিরুদ্ধে! 'অভিযুক্ত' চিকিৎসক বললেন, “যা জানানোর লিখিত রিপোর্ট আকারে MSVP হাসপাতাল সুপারিনটেনডেন্ট/ ভাইস প্রিন্সিপাল-র কাছে জমা দিয়েছি। আমি কোনো মন্তব্য করবনা।"সোমবার সাংবাদিকদের তরফে সার্জারি বিভাগের অভিযুক্ত চিকিৎসককে এও প্রশ্ন করা হয়েছিল, তাঁরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালে সময় না দিয়ে, প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে অতিরিক্ত সময় দেন কেন? চিকিৎসক জানিয়েছেন, “অভিযোগ করা যেতেই পারে! কিন্তু, তা সঠিক কিনা কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।” তবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ বরাবরের। হাতে গোনা কিছু চিকিৎসক ছাড়া প্রায় সকলেই 'অতিরিক্ত অর্থ' রোজগারে ব্যস্ত! মেদিনীপুর মেডিক্যালের যে কয়েকটি বিভাগ সঠিক নিয়ম মেনে চলে, তার মধ্যেই একটি বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক বিষয়টি স্বীকার করে নিয়ে জানান, "বিভাগীয় প্রধান সহ কর্তৃপক্ষের আরো কড়া হওয়া প্রয়োজন। তবেই সরকারি হাসপাতালে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব। আর, এখনকার চিকিৎসকদেরও অতিরিক্ত অর্থ রোজগারের মানসিকতা ত্যাগ করে, হাসপাতালে আসা অসহায় মানুষজনদের পরিষেবা দেওয়া উচিত। নিজেদের কর্তব্য পালন করা উচিত।"মেডিক্যালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নতুন নয়। মাঝেমধ্যেই ওঠে। অভিযোগ ‘চড়া’ মাত্রায় পৌঁছলে তদন্ত কমিটি গঠন করা হয়। সাম্প্রতিক অতীতেও একাধিক ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে কোনও চিকিৎসক-নার্সের ‘শাস্তি’ হয়েছে? সোমবার হাসপাতালের এক আধিকারিকের মন্তব্য, ‘‘তদন্ত কমিটি গঠন হয়েছে বলে মনে পড়ছে! তদন্তের শেষে কী হয়েছে শেষমেশ, সেটা এখনই মনে পড়ছে না!’’ অনুযোগ, তদন্ত- রিপোর্ট ফাইলবন্দি হয়েই পড়ে থাকে!
দু’দিনে দু’বার অপারেশন হয়েছিল ওই কিশোরীর। ভুল হয়ে থাকলে সেটা কোথায় হয়েছিল? অপারেশনের সময়, না কি অপারেশন পরবর্তী দেখভালে? সদুত্তর এড়িয়ে হাসপাতালের এক আধিকারিক বলেন, ‘‘কোনও অপারেশনের পরে অনেক সময়ই একাধিক জটিলতা দেখা দেয়। এ ক্ষেত্রে ঠিক কী হয়েছে, সেটা তদন্ত কমিটি দেখবে।’’

Latest