নিজস্ব সংবাদদাতা : ফের লাইনচ্যুত শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস (২২৮৫০-ডাউন)। হাওড়ার নলপুরের কাছে এদিন সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, লাইনচ্যুত হয়েছে ট্রেনের তিনটি কামরা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ওই লাইনে অন্যান্য সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মাঠে নেমেছে স্থানীয় প্রশাসনও। অন্যদিকে যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যেই খড়গপুর সেকশন থেকে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের আনার জন্য স্পেশ্যাল রিলিফ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগ যাত্রীকেই হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। সেখান থেকেই তাঁদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে এ ঘটনার প্রভাব পড়েছে অন্যান্য স্টেশনেও। দেরিতে চলতে শুরু করেছে অনেক ট্রেনই। দক্ষিণ-পূর্ব রেলের সব স্টেশনেই বাড়ছে ভিড়। সমস্যায় মেদিনীপুর থেকে হাওড়া গ্রামে সমস্ত যাত্রীরা। সকাল থেকেই মেদিনীপুর স্টেশনে প্যাসেঞ্জারদের ভিড়। সকাল থেকেই হাওড়াগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। এখনও পর্যন্ত মেদিনীপুর স্টেশন থেকে যে সমস্ত ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় সেই সমস্ত ট্রেন যাত্রীদের টিকিটের মূল্য নির্দিষ্ট সময়ের পর ফেরত দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।