নিজস্ব সংবাদদাতা : "প্রাণী বাঁচাও এবং সমাজ বাঁচাও" উক্তিটি প্রাণী ও মানুষের একে অপরের ওপর নির্ভরশীলতার এক গভীর বার্তা বহন করে। তবুও রাস্তায় ঘুরে বেড়ানো কুকুরদের খাবার খাওয়ানোর কারণে হেনস্থার শিকার হওয়ার বিষয়টি একটি বাস্তব সমস্যা। রাস্তার অবলা প্রাণীদের প্রতি বিকৃত এবং নিষ্ঠু অত্যাচার একটি গুরুতর সমস্যা যেখানে মানুষ বিভিন্নভাবে তাদের শারীরিক ও মানসিক ক্ষতি করে থাকে। যেমন ঢিল ছোঁড়া, ল্যাজে পটকা বাঁধা, ইটের টুকরো দিয়ে আঘাত করা অথবা তাদের খাবার ও বাসস্থানের অভাবের সম্মুখীন করা।

রাস্তার কুকুরের উপর অবর্ণনীয় অত্যাচার জন্য রবিবার দুপুরে মেদিনীপুর শহর রাস্তার কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে জনসভা কর্মসূচি পালন করা হয় । পশ্চিম মেদিনীপুর পশু সমাজের উদ্যোগে এই জনসভা কর্মসূচি পালন করা হয়। পশ্চিম মেদিনীপুর পশু সমাজের একজন সদস্য বলেন মানুষকে বোঝাতে হবে যে, রাস্তার অবলা প্রাণীরাও সমাজের অংশ এবং তাদেরও বাঁচার অধিকার আছে।

আর একজন সদস্য বলেন কুকুরদের পক্ষ থেকে, আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ এই রায়ের জন্য। আমরা বিশ্বাস করি, রাস্তায় পথকুকুরদের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। রাস্তা থেকে কুকুরদের কখনওই সরিয়ে ফেলা উচিত নয়। তবে, বন্ধ্যাত্বকরণ এবং টিকা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে ফিডারদের। তুলনায় সহজ, বন্ধুত্বপূর্ণ কুকুরদের দিয়ে এই কাজ শুরু করতে হবে। পাশপাশি পৌরসভাগুলিকে কার্যকর হতে হবে।