Skip to content

২ দিন পরে ভোট!নেই কোনও ব্যানার, ফেস্টুন বা ফ্ল্যাগ,চুপচাপ কালিম্পং!

1 min read

নিজস্ব সংবাদদাতা : লোকসভা ইলেকশন ২০২৪ দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই শহরে লক্ষাধিক ভোটার। কিন্তু ভোট নিয়ে নেই কোনো উত্তেজনা। এমনকী, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোটারের কাছে করজোড়ে ভোট প্রার্থনাও নেই।এমনিতেই কালিম্পংয়ে বাম কিংবা কংগ্রেসের তেমন অস্তিত্ব নেই। আছে কেবল তৃণমূল সঙ্গী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং বিজেপি ও তাঁর সঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ। নির্বাচন ঘোষণার পরে বিজেপি এখনও পর্যন্ত একটি কর্মিসভা করেছে। আলাদা করে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফও কর্মিসভা করেছে। প্রজাতান্ত্রিক মোর্চা কয়েকটি সভা করেছে।কালিম্পং শহরের কয়েক পুরুষের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সন্দীপ জৈন বলেন, এ বারের লোকসভা ইলেকশন ২০২৪ ভোটের হালচাল দেখে আমরাও অবাক। ভোট নিয়ে সাধারণ মানুষের তেমন কোনও আগ্রহ দেখছি না। মানুষ নিশ্চয়ই ভোট দেবেন। কিন্তু মানুষের আলোচনায় রাজনীতির তেমন কোনও গুরুত্ব দেখছি না।

Latest