Skip to content

সেমিফাইনালে গেরুয়া ঝড়!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার চার রাজ্যের ভোটের ফলপ্রকাশের পর দেখা গেল হাতে থাকা দু’টি রাজ্য হারাল কংগ্রেস। এক রাজস্থান এবং দুই, ছত্তীসগঢ়। বিপুল ভাবে হিন্দিবলয়ের দু’টি রাজ্যেই ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশে যে প্রতিষ্ঠান বিরোধিতার অঙ্ক কষে বিজেপির বিরুদ্ধে ভোটে গিয়েছিল কংগ্রেস, সেখানেও তাদের বড়সড় ধাক্কা খেতে হয়েছে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে ২৩০ আসনের মধ্যপ্রদেশে ১১৬টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছে পদ্মফুল। কংগ্রেসের ‘সান্ত্বনা পুরস্কার’ কেবল তেলঙ্গানা। চার রাজ্যের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যাজিক তিন রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মধ্যপ্রদেশ,ছত্রিশগড়, আর রাজস্থান,ক্ষমতা দখল করার পর দুপুর থেকে বিজেপি কর্মী সমর্থকরা জয় উল্লাসে মেতে ওঠে সারা রাজ্যে জুড়ে তার সাথে মেদিনীপুরে বিজেপি সমর্থকদের উল্লাসের ছবি উঠে আসে রবিবার বিকেলে বিজেপি জেলা কার্যালয়ে প্রাঙ্গণ থেকে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়ে পড়ে। গেরুয়া আবির মেখে বাজনা বাজিয়ে উল্লাস এর সঙ্গে মেদিনীপুর রিং রোড পরিক্রমা করে এছাড়া মিষ্টি মুখ করে বিজেপি কর্মী সমর্থকরা। জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাই বলেন এই যে জয় বিপুল জয়। নরেন্দ্র মোদীকে দুহাত তুলে মানুষ ভোট দিয়েছে । আগামী ২০২৪ এ প্রধানমন্ত্রী হিসাবে উন্নয়নের জন্য সমর্থন করবে মানুষ।

Latest