Skip to content

খড়গপুরে ঢুকে পড়ল হাতির পাল!

1 min read
গোকুলপুরের টাটা মেটালিকস সামনে

খড়গপুর অপুর্ব মজুমদারঃ মঙ্গলবার সকাল সকাল শহরের ভেতর হাতির পালকে ঘুরতে দেখে চক্ষু চড়ক গাছ খড়গপুরবাসীর। সোমবার রাত ৯টা নাগাদ হাতিদের ওই দলটি কাঁসাই নদী পেরিয়ে খড়্গপুরের চৌরঙ্গী এলাকায় ঢুকে পড়ে। সে সময় দলে ১০টি হাতি ছিল। খবর পেয়ে চৌরঙ্গী এলাকায় করিডর করে হাতির দলটিকে শতকুইয়ের দিকে পাঠানোর চেষ্টা করে বন দফতর। কিন্তু উল্টে জাতীয় সড়ক পেরিয়ে গোকুলপুরের দিক দিয়ে খাস খড়্গপুর শহরে ঢুকে পড়ে হাতিরা। সুভাষপল্লি এলাকায় একটি বাড়ির গ্রিলও ভেঙে দেয় হাতিদের ওই দল। এর পর একটি হাতি দলছুট হয়ে কাছেই একটি কারখানার দিকে চলে যায়, বাকি ন’টি হাতি ঢুকে পড়ে খড়্গপুর শহরে।স্থানীয় সূত্রে খবর, এদিন শহর জুড়ে বিক্ষিপ্তভাবে ঘুরে বেরিয়েছে হাতির দল। কিছু বাড়ির উঠানেও ঢুকে পড়ে তারা। হাতি একটি বাড়ির গ্রিলও ভেঙে দেয় বলে জানা গিয়েছে। সকাল সকাল এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে খড়গপুর শহরে।এই প্রসঙ্গে খড়গপুরের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক চিন্ময় বর্মন বলেন, ‘‘রাত আড়াইটা নাগাদ ৯ টি হাতির দল খড়গপুর শহরে ঢুকে পড়ে। এই প্রথম খড়গপুর শহরে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটল। রাতেই চেষ্টা করা হয়েছিল হাতিদের জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার। বড়সড়ো কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে শহরে জনসমাগম থাকায় এই মুহূর্তে হাতির দলটিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানো যাচ্ছে না। খড়্গপুরের সালুয়ায় সীমানায় থাকা তারকাটা ছিড়ে ইএফআর ক্যাম্পাসের ভেতরে আছে বলে জানা গেছে ।প্রথম বার শহরে হাতি ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরে।

Latest