Skip to content

শনিবার বিকালে মেদিনীপুর কলেজে উদ্বোধন হল জঙ্গলমহল সাহিত্য উৎসব!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির আয়োজনে জঙ্গলমহল সাহিত্য উৎসব ২০২৩-এর শুভ উদ্বোধন হল শনিবার বিকালে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বীর বাহা হাঁসদা , মেদিনীপুর বিধায়িকা জুন মালিয়া, রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ,মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খাঁন, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ড সভাপতি শ্রদ্ধেয় সুধাংশু শেখর দে,কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্ট কবি সাহিত্যিক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্য রঞ্জন ঘোষ । কলেজ চত্বরে বইপ্রেমী মানুষের ঢল নেমে পড়েছিল চোখে পড়ার মতো।এই প্রথম বাংলা একাডেমির উদ্যোগে ডুয়ার্স এ পাহাড়ি কবি সাহিত্যিক দের নিয়ে এবং জঙ্গল মহলের কবি সাহিত্যিকদের নিয়ে মেদিনীপুরে অনুষ্ঠিত হচ্ছে কবি সাহিত্য সম্মেলন। ২৫০ জন কবি সাহিত্যিক এতে অংশ নিয়েছেন। এর মধ্যে ৮ জন মহিলা সহ ৩০ জন সাঁওতালি কবি রয়েছেন।শিক্ষা মন্ত্রী জানান, অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ জারি করেছে এতে বিশ্ববিদ্যালয় গুলির ক্ষেত্রে খুশির খবর। এদিন রাজ্যপালের নাম না করে তিনি জানান, আর কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য চাপিয়ে দেওয়া হবে না। কোনো এক তরফা এক গুঁয়েমি মতিচ্ছন্ন মনোভাব সরকার দেখাবে না। আলোচনা করে শিক্ষাবিদ দের বিশ্ববিদ্যালয় গুলিতে নিয়োগ করবে রাজ্য সরকার। জানা যায় এই অনুষ্ঠানটি ৭ই সেপ্টেম্বর (শনিবার) থেকে ৮ই সেপ্টেম্বর (রবিবার) পর্যন্ত চলবে।

Latest