পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দলীয় পতাকা আবার যথা স্থানে লাগিয়ে সৌজন্যতার রাজনীতি দেখালেন মেদিনীপুর পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি হাজরা। বৃহস্পতিবার সকালে ভোট প্রচারে বেরিয়ে রাস্তায় পড়ে থাকা বিজেপির দলীয় পতাকা আবার যথা স্থানে লাগিয়ে সৌজন্যতার রাজনীতি দেখালেন ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা তৃণমূল প্রার্থী সুজয় হাজরা স্ত্রী মৌসুমি হাজরা। এই দিন সকালে স্বামীর সমর্থনে নিজস্ব ওয়ার্ডে দলীয় কর্মীদেরকে নিয়ে প্রচারে বের হন স্ত্রী মৌসুমী হাজরা।, তখনই তিনি দেখতে পান রাস্তার উপরে পড়ে রয়েছে বিজেপির দলীয় পতাকা। সঙ্গে সঙ্গে তিনি ওই পতাকা তুলে যথাস্থানে লাগিয়ে দেন। পরে জানান যে কোন দলের পতাকা- কে সম্মান করা উচিত। সেটা আমাদের বিরোধী দলের হোক না কেন।
