Skip to content

শ্রীলঙ্কাকে লজ্জায় ফেলে সেমিফাইনাল ভারত!

নিজস্ব প্রতিবেদন : এ বারের বিশ্বকাপে প্রথম! পাওয়ার প্লে-তেই প্রতিপক্ষের ৫ উইকেট নেয় ভারতীয় ক্রিকেট দল। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরার পর আক্রমণে বিধ্বংসী সামি। তৃতীয় বলেই উইকেট তুলে নেন। মেডেন এবং জোড়া উইকেটে স্পেল শুরু করেন সামি। বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের নজির ছিল জাভাগল শ্রীনাথ ও জাহির খানের। স্পেলের প্রথম তিন ওভারেই ৪ উইকেট নিয়ে শ্রীনাথ, জাহিরকে ছুঁয়ে ফেলেন মহম্মদ সামি। দ্রুতই আরও একটা উইকেট নিয়ে ভারতীয়দের সর্বাধিক উইকেট শিকারি হলেন সামি।২০১১ বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৫৮ রানেই অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই রেকর্ড ছাপিয়ে গেল শ্রীলঙ্কা। তারা মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেল। বিশ্বকাপের মঞ্চে এটিই রানের নিরিখে দ্বিতীয় সর্বাধিক জয়। এ বারের বিশ্বকাপে ৩০৯ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতল ৩০২ রানে।

Latest