Skip to content

সিকিমে কাজে গিয়ে খোঁজ নেই বিষ্ণুপুরের দুই যুবকের!

1 min read

বিষ্ণুপুরে নিজস্ব প্রতিবেদন : বড় বিপর্যয়ের সাক্ষী থেকেছে সিকিম। এদিকে পুজোর মুখে সিকিমে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন দক্ষিণবঙ্গের বহু পর্যটক। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে সেনা ও বিপর্যয় মোকাবিলা দল। এদিকে সিকিমে বিপর্যয়ের পর চারদিন কেটে গেলেও এখনও যোগাযোগ করা যায়নি বাঁকড়ার হেত্যাগড়া গ্রামের দুই যুবকের সঙ্গে। চিন্তায় দিন কাটছে পরিবারের। অভিযোগ, তাঁদের খুঁজতে কোনও সহযোগিতা করা হচ্ছে না প্রশাসনের তরফে। এই অভিযোগ তুলেই জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। ঘটনায় ব্যাপর চাঞ্চল্য বিষ্ণুপুর ব্লকে। সূত্রের খবর, সিকিমের লাচুংয়ে হোটেলে কাজ করতেন বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের হেত্যাগড়া গ্রামের ভোলানাথ শিকারী ও কর্ণ অধিকারী। রোজই ফোনে কথা বলতেন পরিবারের সদস্যদের সঙ্গে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, হড়পা বানের খবর জানতে পেরে চিন্তা বেড়েছিল তাঁদের। উদ্বেগের মধ্যেই তাঁদের ফোনে ধরার চেষ্টা করা হয়। কিন্তু, ওই ঘটনার পর থেকেই তাঁদের ফোন বন্ধ। ফলে আর কথা বলা সম্ভব হয়নি।

Latest