Skip to content

গায়কের আপ্তসহায়কের উপর থেকে অভিযোগ তুলে নেওয়ার আর্জি জানিয়ে সমাজমাধ্যমে স্ত্রী গরিমা,কটাক্ষে তোলপাড়...

1 min read

নিজস্ব প্রতিনিধি: অসমের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর মাত্র দু’দিনের মাথায় নতুন বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া। গায়কের স্ত্রী গরিমা গার্গ একটি ভিডিয়ো বার্তায় অনুরোধ করেছেন, তাঁদের পারিবারিক বন্ধু সিদ্ধার্থকে যেন অভিযুক্তের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়, যাতে তিনি জুবিনের শেষকৃত্যে অংশ নিতে পারেন। গরিমা সেই ভিডিয়োতে বলেন, জুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে শামিল হতে দিন। সিদ্ধার্থের ব্যাপারে কেউ খারাপ কিছু ভাববেন না। ওঁকে জুবিন নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারব না।” তবে এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা। উল্লেখ্য,‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন গায়ক। তাই মৃত্যুর পরে সেই অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত ও জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। গায়কের মৃত্যুর দু’দিনের মাথায় সমাজমাধ্যমে একটি ভিডিয়ো করে স্ত্রী গরিমা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, “যখন সারা দেশ শোকে স্তব্ধ, তখন অভিযুক্তকে মুক্তির আবেদন কেন?” অনেকে মনে করছেন, এ ধরনের মন্তব্য মৃত শিল্পীর প্রতি অসম্মান এবং তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপের ইঙ্গিত বহন করছে। অন্যদিকে, গরিমার পাশে দাঁড়িয়েছেন আরেক অংশ। তাঁদের বক্তব্য, শেষকৃত্যের মতো আবেগঘন মুহূর্তে বন্ধুর পাশে দাঁড়াতে চাওয়া কোনও অপরাধ নয়। গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকাহত সঙ্গীতজগৎ এখনও স্তম্ভিত। অথচ এই ঘটনার আবহেই নতুন করে পরিবারের আবেদন ঘিরে আলোড়ন তৈরি হওয়ায় আরও একবার বিতর্কের কেন্দ্রে উঠে এল গার্গ পরিবার।

Latest