Skip to content

SIR : মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসারেরা (বিএলও)। ভোটারদের তথ্যসংগ্রহ করবেন তাঁরা। মোট ৮০,৬৮১ জন বিএলও বাড়ি বাড়ি ঘুরবেন। রিসার্ভ বেঞ্চে থাকছেন অতিরিক্ত ১৪ হাজার বিএলও। কমিশনের দাবি, এক একটি বুথে ভোটার সংখ্যা ১২০০। সেই ক্ষেত্রে আগামী একমাস প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০টি বাড়ি ঘুরতে হবে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকার “বিশুদ্ধতা” বজায় রাখতেই এই বিশেষ সমীক্ষা। স্বাধীন ভারতে এর আগে ১৯৫১ থেকে ২০০৪ সাল পর্যন্ত মোট আটবার SIR চালানো হয়েছে। তিনি বলেন, “গত কয়েক দশক ধরে প্রায় সব রাজনৈতিক দলই অভিযোগ জানিয়েছে যে ভোটার তালিকায় বহু অবৈধ নাম রয়েছে। এই সমীক্ষার মূল উদ্দেশ্যই হলো সেই তালিকা পরিষ্কার করা।”এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান-নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশেও একসঙ্গে শুরু হচ্ছে।

Latest