Skip to content

S I R ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযান!

 নিজস্ব সংবাদদাতা : S I R ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির রাজপথ। পুলিশ মিছিল আটকালে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ।

বাসে বিরোধী সাংসদদের আটক করে থানায় নিয়ে যাচ্ছিল দিল্লি পুলিশ। সেই সময় বাসেই রাহুল গান্ধীর সামনে আচমকা জ্ঞান হারান তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র।ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী ইস্যুতে আজ দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর কর্মসূচি নিয়েছিল BJP বিরোধী সাংসদরা।

সংসদ ভবন থেকে সেই মিছিল এগিয়ে চলে কমিশনের দপ্তরের দিকে। মিছিলের শুরুতেই বাধা পুলিশের। রীতিমতো ব্যারিকেড করে বিরোধী সংসদদের অভিযান আটকানোর চেষ্টা চলে। একটা সময় জুন মালিয়া,সায়ানি ঘোষ,মহুয়া মৈত্র, সুস্মিতা দেব সহ অন্যান্য সাংসদরা বিক্ষোভ দেখাতে থাকেন। রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেস, তৃণমূল,সপা, শিবসেনা সহ BJP বিরোধী রাজনৈতিক দলগুলির সাংসদরা নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানে নেমেছিলেন।

Latest