Skip to content

সিরাজ ম্যাজিকে দফারফা ইংল্যান্ড!

নিজস্ব সংবাদদাতা :পঞ্চম দিনে ওভালে যখন খেলা শুরু হয়, তখন সিরিজ ড্র করার জন্য অলৌকিক কিছু দরকার ছিল ভারতের। কারণ জয়ের জন্য মাত্র ৩৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। আর চার উইকেট নিতে হত ভারতকে। আর দিনের প্রথম দুটি বলেই চার মেরে শুরু করেন জেমি ওভারটন। কিন্তু প্রসিধ কৃষ্ণের সেই ভুলটা করেননি মহম্মদ সিরাজ। জেমি স্মিথের থেকে দূরে বল রেখে তাঁকে আউট করে দেন। সেইসময় জয়ের জন্য ২৭ রান দরকার ছিল ইংরেজদের।৭৭.৩ ওভারে স্মিথ আউট হওয়ার পরের বলেই স্লিপে গাস অ্যাটকিনসনের ক্যাচ ফস্কে দেন কেএল রাহুল।কঠিন ক্যাচ ছিল। কিন্তু ওরকম ক্যাচ আগে ধরেছেন রাহুল। এবার ক্যাচটা ধরতে পারলে আরও চাপে পড়ে যেত ইংল্যান্ড। বিশেষত ওভালে রীতিমতো আগুনে বোলিং করতে থাকেন সিরাজ।

পঞ্চম দিনের সকালে নিজের দ্বিতীয় ওভারেই আউট করে দেন ওভারটনকে। সেইসময় জয়ের জন্য় ইংরেজদের দরকার ছিল ২০ রান।সেখানে অ্যাটকিনসন এবং জোশ টাঙ্গ ইংল্যান্ডকে টানতে থাকেন। কিন্তু জয়ের জন্য ইংল্যান্ডের যখন ১৭ রান দরকার ছিল, তখন নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন প্রসিধ। টাঙ্গকে বোল্ড করে দেন। তারপর ভাঙা কাঁধ দিয়ে ব্যাট করতে নামেন ক্রিস ওকস। সেই পরিস্থিতিতে নিজের কাঁধে যাবতীয় দায়িত্ব তুলে অ্যাটকিনসন। বসে-বসে সিরাজকে ছক্কা মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রানটা ১১-তে নামিয়ে আনেন।

একটা সময় ওভালে হাসতে-হাসতে জয়ের জায়গায় ছিল ইংল্যান্ডে। তিন উইকেটে ইংরেজদের রান ছিল ৩০১। ইংল্যান্ড চতুর্থ উইকেট হারায় ৩০১ রানে। ৩৩২ রানে হারায় পঞ্চম উইকেট। তারপরই ইংরেজদের ইনিংস ধস নামে। প্রবল চাপ তৈরি হয়ে যায়। ৩৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে। আর একেবারে নিখুঁতভাবে শেষ উইকেটটা নেন সিরাজ। কাঁধ ঝুলে যাওয়া টিমকে ফের চাঙ্গা হয়ে ওঠার অক্সিজেনও যোগান তিনি।

Latest