Skip to content

লাদাখে শহিদ কাঁচরাপাড়ার জওয়ান!

নিজস্ব সংবাদদাতা :  ভারতীয় সেনা জওয়ান প্রেমকুমার চৌধুরী লাদাখে কর্মরত ছিলেন। গত ১৫ মার্চ কার্গিল থেকে প্রয়োজনীয় জিনিস আনতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি কিছু জিনিস আনতে গিয়েছিলেন কার্গিলে। ফেরার পথেই ঘটে বিপত্তি। ১৯ মার্চ গাড়ি পড়ে যায় খাদে। সেখানেই মৃত্যু হয় প্রেম কুমারের। গুরুতর জখম হন গাড়ির চালকও।শুক্রবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাড়িতে তাঁকে গার্ড অব অনার দেওয়া হল সেনাবাহিনীর পক্ষ থেকে।চোখের জল, আর বুকভরা হাহাকারের মধ্য দিয়ে পূর্ণ মর্যাদায় প্রেম কুমার চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন হল। সেনা বাহিনীর পক্ষ থেকে এদিন গার্ড অফ অনার দেওয়া হয়। 

Latest