Skip to content

দ: পূর্ব রেলের কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির মহাসচিবকে ছয় বছরের জন্য বহিস্কৃত!

অরিন্দম চক্রবর্তী : জাতীয় ফেডারেশনের মান্যতা প্রাপ্ত দ: পূর্ব রেলের মেনস কংগ্রেস কমিটিতে বড় ধরনের রদবদল। পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই সম্বন্ধে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য আধিকারিক এর কাছেতারিখের কাছে লিখিত সংবাদ ও দেয়া হয়েছে।১লা আগস্ট কলকাতার গার্ডেনরিচের রেল ইনস্টিটিউটে অধ্যক্ষ মোঃ মোস্তাকের উপস্থিতিতে এক বিশেষ বৈঠক করেন বিভিন্ন মন্ডলের ও শাখার সদস্যরা। বৈঠকে বর্তমান কমিটির কিছু অসংবিধানিক কাজকর্মের জন্য ক্ষোভ প্রকাশ করেন সদস্যরা। তাই সর্বসম্মতিক্রমে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠিত হলো। এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাসচিব শিব রঞ্জন মিশ্র কে তার বিভিন্ন অবৈধ কার্যকলাপের জন্য ৬ বছরের জন্য বহিষ্কৃত করা হয়েছে বলে জানা গেছে।

নবনিযুক্ত মহাসচিব নিত্যলাল কুমার বলেন-সংগঠনের শ্রমিকদের অধিকার, পারস্পরিক সৌহার্দ্য ও পারদর্শিতা রক্ষা করা হবে। নতুন কমিটি নিজেদের কাজের মধ্যে সর্বস্তরে ছড়িয়ে পড়বে তিনি এই আশা করেন। নতুন কমিটি গঠন করাকে কেন্দ্র করে খড়গপুর ডিভিশন সহ বিভিন্ন মন্ডলের সদস্যরা ভীষণ ভাবে উচ্ছসিত । নতুন কমিটির মহাসচিব নির্বাচিত হয়েছেন নিত্যলাল কুমার, অধ্যক্ষ হয়েছেন লালবাবু, কার্যকরী অধ্যক্ষ চক্রধরপুর মন্ডলের আর কে পান্ডে, কার্যকরী মহাসচিব কলকাতার মুখ্য কার্যালয়ের গোরক্ষনাথ যাদব, সংযুক্ত মহাসচিব আদ্রা মন্ডলের অমর সিংহ, কোষাধ্যক্ষ রাচি মন্ডলের পি ডি তেওয়ারি, অতিরিক্ত মহাসচিব হয়েছেন বোকারো মন্ডলের রাজন উপাধ্যায় ও মনোজ কুমার যাদব।

Latest