Skip to content

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু! বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা — জেনে নিন আপনার করণীয় ও প্রক্রিয়ার সব দিক

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR)। গ্রাম থেকে শহর— সর্বত্রই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিকরা (BLO)। বাড়ি বাড়ি পৌঁছে ভোটার তালিকার তথ্য যাচাই, এনুমারেশন ফর্ম বিলি, নতুন ভোটারদের তথ্য সংগ্রহ— সবই চলছে একযোগে। এই প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিএলও আসলে তাঁকে চিনবেন কীভাবে? তিনি সত্যিই কমিশন নিযুক্ত আধিকারিক তো? বাড়িতে না-থাকলে কী হবে? অনলাইনে ফর্ম পূরণ করা যাবে কি? — এসব নিয়েই এবার বিস্তারিত জানুন।

বিএলও এলে চিনবেন কীভাবে?

প্রতিটি বিএলও হলেন নির্বাচন কমিশন নিযুক্ত সরকারি আধিকারিক। তাঁদের কাছে থাকবে অফিসিয়াল পরিচয়পত্র (ID Card), যেখানে একটি QR কোড থাকবে।
ওই QR কোড স্ক্যান করে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনি যাচাই করতে পারবেন তিনি সত্যিই কমিশন নিযুক্ত কিনা।
এ ছাড়া এনুমারেশন ফর্মে বিএলওর নাম ও ফোন নম্বর ছাপানো থাকবে, যা দেখে সহজেই তাঁর পরিচয় নিশ্চিত করা যাবে।

বিএলওদের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন?

কমিশনের নির্দেশ অনুযায়ী, এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট (BLA)-দেরও যুক্ত করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের সব বুথে সব দলের এজেন্ট উপস্থিত থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর জানিয়েছে — রাজ্যে প্রায় ৪১,৮০০ বিএলএ-২-এর নাম নথিভুক্ত হয়েছে। রাজ্যে মোট বুথ সংখ্যা ৯৪,০০০-এর বেশি, ফলে অনেক বুথে এজেন্টের অনুপস্থিতি থাকতেই পারে।

বিএলও এলেন অথচ আপনি বাড়িতে নেই?

চিন্তার কিছু নেই। কমিশনের নিয়ম অনুযায়ী, যদি ভোটার প্রথমবার অনুপস্থিত থাকেন, বিএলও কমপক্ষে তিনবার পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে যোগাযোগের চেষ্টা করবেন।
এছাড়া স্থানীয় সূত্রেও যাচাই করা হবে সংশ্লিষ্ট ভোটারের উপস্থিতি বা অনুপস্থিতির কারণ।

বিএলও আপনার কাছ থেকে কী চাইবেন?

বিএলও আপনার বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক ভোটারের জন্য দুই সেট এনুমারেশন ফর্ম দেবেন। আপনাকে দু’টি ফর্মই পূরণ করে সই করতে হবে। বিএলও-ও তাতে সই করবেন। এর পরে কমিশনের জন্য তিনি একটি ফর্ম নিয়ে নেবেন। অন্যটি স্ট্যাম্প-সহ আপনাকে ফেরত দিয়ে দেবেন। সেটি পরবর্তী সময়ে আপনার কাজে লাগতে পারে। বিএলও আপনার বাড়িতে গেলে বেশ কিছু নথি আপনাকে হাতের কাছে তৈরি রাখতে হবে। যেমন, আপনার বর্তমান ভোটার কার্ড, আধার কার্ড, দু’টি সাম্প্রতিক পাসপোর্ট ছবি এবং ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে আপনার কী যোগসূত্র রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও তৈরি রাখতে হবে। ২০০২ সালে শেষ এসআইআর হয়েছিল। ওই সময়ের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা-মায়ের কিংবা ঠাকুরদা-ঠাকুরমার নাম থাকলে আপনাকে আলাদা করে কোনও নথি দিতে হবে না। অন্যথায় কমিশন যে ১১টি নথির কথা বলছে, সেই অনুসারে আপনাকে নথি জমা দিতে হবে।

  • ভোটার আইডি কার্ড
  • আধার কার্ড
  • দু’টি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা পূর্বপুরুষের নামের প্রমাণ (যদি থাকে)

এনুমারেশন ফর্ম কেমন হবে?

ফর্মে আগে থেকেই থাকবে আপনার —

  • নাম
  • ঠিকানা
  • EPIC নম্বর
  • বিধানসভা কেন্দ্র
  • বুথ নম্বর
  • পুরনো ছবি

ডান দিকের উপরের অংশে থাকবে নতুন ছবি সাঁটানোর জায়গা।
এছাড়া জন্মতারিখ, মোবাইল নম্বর, অভিভাবকের নাম, আত্মীয়ের নাম এবং সম্পর্কের তথ্যও পূরণ করতে হবে।
চাইলে আধার নম্বরও দেওয়া যাবে। শেষে ফর্মে আপনার এবং বিএলওর সই আবশ্যক।

পরিবারের কেউ আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারবেন?

হ্যাঁ। আপনি উপস্থিত না থাকলে পরিবারের অন্য সদস্য আপনার হয়ে ফর্ম পূরণ করতে পারেন।
তবে তাঁর কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য থাকতে হবে। সেই সদস্য ফর্মে সই করবেন এবং পরবর্তী জবাবদিহিতার দায়ও তাঁর ওপরই থাকবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ: চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত
  • খসড় ভোটার তালিকা প্রকাশ: ৯ ডিসেম্বর
  • অভিযোগ জমা দেওয়া যাবে: ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত
  • অভিযোগ নিষ্পত্তি: ৯ ডিসেম্বর – ৩১ জানুয়ারি
  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইনে ফর্ম পূরণের সুযোগ

যাঁরা কর্মসূত্রে বাইরে আছেন, তাঁদের জন্য অনলাইনে ফর্ম পূরণের সুযোগ রয়েছে।
তবে প্রযুক্তিগত সমস্যার কারণে এই পরিষেবা কিছু দিন বিলম্বিত হতে পারে। কমিশনের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা মিটিয়ে অনলাইন ফর্ম পূরণের সুযোগ চালু করা হবে।

এসআইআর কি নাগরিকত্ব প্রভাবিত করবে?

না।
নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকা হালনাগাদ করা ও ভোট পরিচালনা করা।
আপনার নাগরিকত্ব স্থির করার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে নেই। এসআইআর কেবলমাত্র ভোটার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া।

Latest