পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : লোকসভা ভোটের যখন জোর প্রস্তুতি চলছে বাংলায়, তখন একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে অভিনেতা দেবকে ঘিরে জল্পনা তুঙ্গে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংসদের ভিতরের একটি ছবি শেয়ার করেছেন দেব। সঙ্গে লিখেছেন, ‘আর কয়েক ঘণ্টা…’।রাজধানী দিল্লিতে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘আমার উপর কিছু নির্ভর করে না। আমার যা করার, যা বলার, তা আমি দলকে বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি বেরিয়েছে, সেই মতো দেখলে, দিদির সঙ্গে কিছু কথা হয়েছে। দিদিই উত্তরটা দেবেন। আমার কিছু বলার নেই।’ অর্থাৎ, এই ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে নারাজ ঘাটালের সাংসদ।ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ঘাটালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খুশি নন দেব। উঠে আসছে দলীয় অন্তর্দ্বন্দ্বের কথাও। প্রসঙ্গত, ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে দেব জানান, তিনি যা দল সবটা জানিয়েছেন। এর বাইরে কোনও মন্তব্য করতে চান না তিনি।
ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে ঘিরে জল্পনা তুঙ্গে !
