Skip to content

শ্রীরামকৃষ্ণের ১৮৯ তম জন্মতিথি!

নিজস্ব সংবাদদাতা : ২৮শে ফাল্গুন,শ্রীরামকৃষ্ণের ১৮৯ তম জন্মতিথি।সকাল থেকেই ভক্ত সমাগম শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনে। সারা দিন ব্যাপী আজ নানারকম কর্মসূচি।রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম দিবস পালন করা হচ্ছে হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠে ও সমস্ত রামকৃষ্ণ মঠে । এই উপলক্ষে এদিন সকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজেপাঠ, হোম,যজ্ঞ। পাশাপাশি রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ চলছে। এর পাশাপাশি এলাকা ও বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে আগত অগণিত ভক্তদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।ভোর সাড়ে চারটে মঙ্গলারতির মধ্যে দিয়ে যে পুজোর সূচনা হয়। বেলুড়মঠে উদযাপন এরপর সারাদিন ধরেই চলবে বিশেষ পূজাপাঠ ও ধর্মীয় অনুষ্ঠান৷ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনলাইনে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

Latest