নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল । একটি প্রকল্প ঘোষণা করেছেন, "শ্রমশ্রী প্রকল্প" তাদের একটি ওয়েব পোর্টালের মাধ্যমে জব কার্ড প্রদান করবে। নানাবিধ কারণে যে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসছেন, তাঁদের জন্য তৈরি হচ্ছে "শ্রমশ্রী প্রকল্প"। অর্থাৎ ভিন্রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি রাজ্যে ফেরা শ্রমিকদেরও পরিচয়পত্র দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর পরিচয়পত্র দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন। ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের একটি নির্দিষ্ট পরিচয়পত্র দেবে, যাতে তারা ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা সহজেই পেতে পারেন। মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন চলছে প্রকল্পের রূপরেখা তৈরির কাজ। রাজ্যের শ্রম দপ্তর এবং তথ্যপ্রযুক্তি দপ্তর যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়,‘‘বাংলায় যে ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক বাইরে আছেন, তাঁরা সকলে ‘শ্রমশ্রী’র সুবিধা পাবেন। যাঁরা নাম নথিভুক্ত করেননি, তাঁরা নাম নথিভুক্ত করতে পারবেন।’’মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গত কয়েক দিনের মধ্যে যাঁরা রাজ্যে ফিরে এসেছেন, তাঁদের সংখ্যা প্রায় ১০ হাজার। ‘শ্রমশ্রী’ পোর্টালে নাম তুললে তাঁদের একটা আইকার্ড দিয়ে দেওয়া হবে। এর ফলে রাজ্য সরকারের সুযোগসুবিধা পাবে।’’ ভিন্রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরলেই শ্রমিকদের এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। বিকল্প কাজের ব্যবস্থা না-হওয়া অবধি এক বছর পর্যন্ত তাঁরা প্রতি মাসে ৫ হাজার টাকা পাবেন। রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হবে তাঁদের। এই উদ্যোগ বাস্তবায়িত হলে লক্ষাধিক পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিচয়পত্রে থাকবে শ্রমিকের নাম, ঠিকানা, পেশা, কর্মস্থল সহ প্রয়োজনীয় তথ্য। এর ফলে কাজের ক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পে অংশগ্রহণে সুবিধা হবে। এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন শ্রমিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত হবে, তেমনি রাজ্য সরকারও একটি পরিকাঠামোগত ডেটাবেস তৈরি করতে পারবে, যা ভবিষ্যতে নীতিনির্ধারণে সহায়ক হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) আবহে শাসক তৃণমূল এবং রাজ্য সরকার চায় পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরুন।