পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সরকারি জায়গা থেকে মাটি চুরি করে পুকুর ভরাট করার অভিযোগ এক ব্যাক্তির বিরুদ্ধে। বারংবার নিষেধ করা সত্ত্বেও কোনও কর্নপাত করছেন না অভিযুক্ত ব্যক্তি সুরেন ভোক্তা। এমনটাই অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত ১৭ নং ওয়ার্ডের গান্ধীঘাট শিয়ালডাঙ্গা এলাকায়। জানা যায়, সুরেন ভোক্তা নামে ঐ এলাকার এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুরসভার হাইড্রেনের পাশ থেকে মাটি কেটে নিজের পুকুর ভরাট করছে। ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে হাইড্রেনটি। এলাকার মানুষ বারবার ঐ ব্যক্তিকে মাটি কাটতে নিষেধ করলেও কোনও কর্নপাত করছেন না ওই ব্যক্তি।যদিও অভিযুক্ত ব্যক্তি নিজেই স্বীকার করেছেন তিনি মাটি কাটছেন, তবে তার সাফাই অনেকেই এভাবে হাইড্রেনের পাশ থেকে মাটি কাটে, তাই তিনিও কাটছেন। অন্যদিকে এবিষয়ে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন তিনি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবে পৌরসভা।