Skip to content

ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার অন্তর্গত মালিঞ্চা গ্রাম!

নিজস্ব সংবাদদাতা : সুবর্ণরেখা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকে অবস্থিত মালিঞ্চা গ্রাম।যার ফলে এই গ্রামটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে গ্রামবাসী। টানা বৃষ্টি এবং গালুডি থেকে লাগাতার জল ছাড়ার ফলে ভাঙন আরও তীব্র হয়েছে। এর ফলে গ্রামের খেলার মাঠ, বাগান, চাষের জমি, এবং এমনকি ক্লাবঘরটিও ইতিমধ্যেই নদীর গ্রাসে চলে গেছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই গ্রামে বসবাসরত প্রায় ২৫০ টি পরিবার। গ্রামের একমাত্র খেলার মাঠ ও গ্রামের বড় আমবাগান, গ্রামের একটি পাকার ক্লাব ঘর সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে। ধসে পড়েছে বিদ্যুৎ খুঁটি।

সম্প্রতি রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এই এলাকায় পরিদর্শনে আসেন। প্রতিশ্রুতি বারবার, কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার আগে প্রশাসনের তরফে ভাঙ্গন প্রতিরোধের প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। তবে এবারে মন্ত্রীর প্রতিশ্রুতিতে আশায় দিন গুনছেন বাসিন্দারা। দ্রুত পদক্ষেপের দাবি, গ্রামবাসীরা এখন একযোগে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, অবিলম্বে নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

Latest