Skip to content

একদিনে গঙ্গায় স্নান করতে তলিয়ে গিয়ে মৃত্যু হল চার জনের!

নিজস্ব সংবাদদাতা:  ২৫শে মে রবিবার একদিনে গঙ্গায় স্নান করতে তলিয়ে গিয়ে মৃত্যু হল চার জনের। প্রথম ঘটনাটি ঘটেছে শ্যাওড়াফুলির নিস্তারিণী কালি মন্দির ঘাটে। ওই ঘাটে স্নান করতে নেমে গঙ্গা তলিয়ে যান প্রীতম দাস(২১) নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর বাড়ি হুগলির হরিপাল থানার অন্তর্গত নারায়নপুর গ্রামে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের দু'জন কিশোরী ও একজন কিশোরকে রবিবার সকাল ১১টা নাগাদ তিন বন্ধু মিলে পানিহাটি পিবি ঘাটে স্নান করতে নামে। মৃত তিন জন রোহন প্রসাদ(১৬), নিশা রায়(১৩) এবং অঞ্জলি মাহাতো (১২)। তিনজনের বাড়িই শ্রীরামপুরে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ, রিষড়া পুরসভার পুর প্রধান বিজয় সাগর মিশ্র। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। খড়দহ থানার পুলিশ ও কামারহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার দিকে সুরকিঘাট লাগোয়া একটি বাঁক থেকে দুই কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, গত বছরের পাশাপাশি চলতি বছরেও গঙ্গায় তলিয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে।

Latest