Skip to content

বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে পাওয়া গেলো "কীটপতঙ্গ" আহার কারি উদ্ভিদের!

1 min read

বাঁকুড়া, নিজস্ব সংবাদাতা : গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেই তৈরি করে। কিন্তু কিছু ব্যতিক্রম গাছও আছে যারা কীটপতঙ্গ খেয়ে থাকে। এমনই প্রজাতির একটি গাছ হল সানডিউ, যা সচরাচর জন্মায় আমাজন জঙ্গলে। বিজ্ঞানসম্মত নাম ড্রসেরা। বাংলায় যাকে বলা হয় সূর্যশিশির। তবে এবার বাঁকুড়া জেলার সোনামুখীর নারায়ণপুর গ্রামের জঙ্গলে দেখা মিললো সূর্যশিশিরের। রাজ্যে বীরভূমের কিছু জায়গায় অল্প সংখ্যক সূর্যশিশিরের দেখা পাওয়া যায়। গাছটি আঠালো গা,দেখতে আকর্ষণীয় চারিদিক শুঁড়ের মতো। পতঙ্গেরা ফুলের টানে গাছের দিকে গেলে আটকে যায়। এরপরই শুঁড়ের দ্বারা প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে নেয় "সানডিউ"। ব্যাপারটি সম্পর্কে রাজ্যের মুখ্য বনপাল এস কুলানডাইভেল বলেন, ‘‘বীরভূম জেলার কোথাও কোথাও এই গাছ জন্মাতে দেখা যায়। বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়েও এক বার এমন গাছ দেখা গিয়েছিল। এ বার সোনামুখীর জঙ্গলেও তাদের দেখা গেল। গৃহপালিত প্রাণীদের চারণভূমিতে এরা টিকে থাকতে পারে না। তাই সোনামুখীর যে জঙ্গলে ওই গাছগুলি দেখা গিয়েছে, সেই এলাকায় নজরদারি চালানো হবে। গাছগুলি রক্ষা করার ব্যাপারে স্থানীয়দেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’’

Latest