Skip to content

অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতারা!

নিজস্ব প্রতিবেদন : নাসার একটি বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টা ৫৭ মিনিট নাগাদ ফ্লোরিডার উপকূলে ফিরে আসতে পারেন সুনীতাদের মহাকাশযান। ভারতীয় সময় অনুযায়ী, তা প্রায় বুধবার ভোর সাড়ে ৩টে। ইতিমধ্যে, মহাকাশচারীদের ফেরার ছবি সম্প্রচার করতে শুরু করে দিয়েছে নাসা। তবে মঙ্গলবার বিকালে নামার কথা হলেও, সুনীতাদের পৃথিবীতে অবতরণ নিয়ে আতঙ্ক কাটেনি গবেষণা সংস্থার। কারণ, এই মহাকাশযানের অবতরণের ব্যাপারটা মোটেই খুব সহজ নয়। সাধারণ বিমানের মতো তা নামে না, এমনকি পৃথিবীর অরবিটে প্রবেশের সময় যানের মধ্যে বিপুল চাপ ও ঘর্ষণ তৈরি হয়। তাই ভয় একটা থেকেই যাচ্ছে। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকালে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটির উৎক্ষেপণ সফল হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহাকাশযানে আরও চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিলেন। তাঁদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন। অবশেষে দীর্ঘ প্রায় ৯ মাস পর ঘরে ফিরছেন সুনীতারা। সব ঠিক থাকলে বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতারা।

Latest