Skip to content

পথকুকুরদের নিয়ে রায় বদল সুপ্রিম কোর্টের!

নিজস্ব সংবাদদাতা : দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, দেশজুড়ে প্রবল আলোচনা-সমালোচনা হয় তার। দেশের কোনায় কোনায় বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। নজর ছিল ২২ আগস্টের শুনানির দিকে। ২২ আগস্ট শীর্ষ আদালত ১১ আগস্টের রায় স্থগিত করেছে। বদল করা হয়েছে নির্দেশাবলীতে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।একই সঙ্গে সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রকাশ্য রাস্তায় আর পথকুকুরদের খাওয়ানো যাবে না। পথকুকুরদের খাওয়ানোর জন্য আলাদা, নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে। আজকের সুপ্রিম কোর্টের নির্দেশ, শুক্রবার পথকুকুরদের টিকা এবং কৃমিনাশক ওষুধ দেওয়ার পরে একই এলাকায় ছেড়ে দিতে হবে। বহু বিতর্কের পর এই রায়ে স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া পশুপ্রেমীমহলে। শীর্ষ আদালত জানিয়েছে, যেসব কুকুর জলাতঙ্কে আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণ, তাদের টিকা দিয়ে আশ্রয়কেন্দ্রেই রাখতে হবে।  আদালত জানিয়েছে এই মামলাটি বিস্তারিতভাবে শুনানির পর একটি জাতীয় নীতি প্রণয়ন করবে। 

Latest