নিজস্ব সংবাদদাতা : এ বার কলকাতার আকাশে দেখা মিলল ড্রোনের। শহরের ভিভিআইপি জোনে প্রায় এক ঘণ্টা সময় ধরে প্রায় দশটি ড্রোন ওড়ানোর অভিযোগ। একসঙ্গে ১০টি ড্রোনকে ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার উপর দিয়ে চক্কর কাটতে দেখা যায়। সোমবার রাত পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা অন্তত ৪৫ মিনিট পর্যন্ত শহরের আকাশে চক্কর কাটে ওই চারটি ড্রোন। মহেশতলার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে সেগুলি। প্রথম চোখে পড়ে পুলিশ আধিকারিকদের। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হলে সমস্ত থানাকে সতর্ক করা হয়। এর পরে দু’টি ড্রোন পূর্ব কলকাতা এবং বাকি দু’টি উত্তর কলকাতার দিকে বেরিয়ে যায়। ড্রোনের রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। কোথা থেকে এল ড্রোনগুলি, সেই রহস্যভেদ এখনও হয়নি। ইস্টার্ন কমান্ডের হেড কোয়াটার ওই এলাকাতেই। তাই সেখানে ড্রোন ওড়াতে হলে আগে অনুমতি নিতে হয়। কিন্তু এ ক্ষেত্রে কোনও অনুমতি নেওয়া ছিল না। লালবাজারের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দারাও তদন্ত শুরু করেছেন এই বিষয়টি নিয়ে।