ভারত ১৬৭/৮ (২০)
অস্ট্রেলিয়া ১১৯ (২০)
নিজস্ব সংবাদদাতা : লড়াই… পাল্টা লড়াই… ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বৃহস্পতিবার চতুর্থ টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৪৮ রানে জয়লাভ করেছে। সেইসঙ্গে পাঁচ ম্য়াচের সিরিজে তারা আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে গেল।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট দল )। নবম ওভারে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে ৬৭ রান করে ফেলেছিল। একটা সময় মনে হচ্ছিল যে সহজেই তারা ১৬৮ রানের টার্গেট অর্জন করতে পারবে। কিন্তু, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী ক্যাঙারু ব্রিগেডের যাবতীয় হিসেব গোলমাল করে দিলেন। দুর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ভারত ৪৮ রানে জয়লাভ করেছে। সেইসঙ্গে পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজেও টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে এগিয়ে গেল।