Skip to content

গুরুতর অসুস্থ জাকির হুসেন, ভর্তি আমেরিকার হাসপাতালে!

নিজস্ব সংবাদাতা : তবলা বাদক জাকির হুসেন 'গুরুতর' অসুস্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট পোস্ট করা হয়েছে।রবিবার বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া সংবাদসংস্থা পিটিআই-কে জানান, তাঁর বন্ধু জাকির হুসেনকে সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তচাপ জনিত সমস্যার ফলে হৃদ-সমস্যা ধরা পড়েছে কিংবদন্তি তবলা বাদকের। বর্তমানে আমেরিকাতেই থাকেন জাকির হুসেন। বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া জানান, রক্তচাপ জনিত সমস্যা রয়েছে জাকির হুসেনের। তার জেরে হৃদ-সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিংবদন্তি তবলা বাদকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাকেশ চৌরাসিয়া।

Latest