Skip to content

ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয়!

নিজস্ব সংবাদদাতা :  ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় এবার সরাসরি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি বিজেপিকে আখ্যা দিয়েছেন ‘ফ্যাসিস্ট বিজেপি’ বলে। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি এই ঘোষণা দেন।গত বৃহস্পতিবার ২১ আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানেই হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ হিসেবে ঘোষণা করেন।

গতবছর ফেব্রুয়ারি মাসে বিজয় তাঁর নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম বা TVK তৈরী করেন। এই একবছরে তিনি ও তাঁর দল কী কী করেছেন? ২ লক্ষ নব্বই হাজার অফিসকর্মী, ৬৯ হাজার ৪০০ জন বুথস্তরের কর্মী ও আড়াই কোটিরও বেশি সদস্যকে একজায়গায় এনে গোটা তামিলনাড়ু জুড়ে তৃণমূলস্তরে কাজ করেছেন। অসংখ্য ইলেকশান স্পেশালিস্টকে দিয়ে TVK সার্ভে করে তুলে আনছে তামিলনাড়ুর মানুষের ঠিক কোন কোন জায়গায় সমস্যা, কোথায় উন্নতি ও উন্নয়নের প্রয়োজন। তামিলনাড়ুর শাসক দল এম কে স্টালিনের চোখের সামনেই থালাপতি বিজয় ও তাঁর দল দেড় বছরের মধ্যে এই বিপ্রতীপ সিস্টেমটি গড়ে তুলেছেন, এবং এই দ্বিতীয় সম্মেলনে তিনি সদর্পে ঘোষণা করেছেন বিজেপি আমাদের আদর্শগত শত্রু। এর বিরুদ্ধে আমার লড়াই। একইসঙ্গে ডি এম কে আমাদের রাজনৈতিক শত্রু। তাঁদের দুর্নীতির বিরুদ্ধেও আমাদের লড়াই জারি থাকবে।উল্লেখ্য, তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামা রাও থেকে জয়ললিতা, কামাল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয় সবাই নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন।

Latest