Skip to content

'অমানবিক আচরণ'- করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিযোগ দেবাংশুর !

নিজস্ব সংবাদদাতা : সোমবার তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু সাংবাদিক বৈঠক করেন। প্রাক্তন বিচারপতি, তমলুকের গেরুয়া শিবিরের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অভিযোগ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাহায্যের আর্জি নিয়ে ফোন করেছিলেন এক নির্যাতিতা যিনি আবার BJP-এর মহিলা মোর্চার পদাধিকারি । তাঁর সঙ্গে 'অমানবিক আচরণ' করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি অডিয়োর তুলে ধরা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে। যদিও  (অডিয়োটির সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম)। এই অডিয়ো চালিয়ে দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন, 'এই অডিয়োটিতে পুরুষ কণ্ঠটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মহিলা কণ্ঠটি বিজেপির মহিলা মোর্চার নেত্রী। বিজেপিরই কয়েকজনের বিরুদ্ধে তাঁর অভিযোগ। এই নিয়ে মামলা চলছে। এই বিষয়টি নিয়ে প্রাক্তন বিচারপতির কাছে, যিনি এতদিন অসহায় মানুষের মসিহা হওয়ার নাটক করেছিলেন তাঁর থেকে সুরাহা পাওয়ার আশা করেছিলেন।’ এই তৃণমূল প্রার্থী আরও বলেন, ‘অভিযোগ শোনা তো দূরের কথা ওই মহিলাকে দূর ছাই করে তাড়িয়ে দিলেন। তিনি তো অসহায় মানুষের রক্ষাকর্তার ইমেজ তৈরি করেছিলেন। আজকে অসহায় একজন নারীর আবেদন শুনে তাঁর রাজনৈতিক এজলাসের দরজা বন্ধ করে দিলেন। তাহলে এতদিন তিনি যে ইমেজ তৈরির চেষ্টা করেছিলেন তা ভণ্ডামি ছিল?’ তমলুকের তৃণমূল প্রার্থী আরও দাবি করেন, 'এই ভিডিয়োটি ইউ টিউবে একটি চ্যানেল আপলোড করেছে। আমরা সেখান থেকে এই ভিডিয়োটা শোনালাম। আমি শুধু এটুকুই বলতে চাই বিচারপতির ভেক ধরে, মানুষের সেবা করার নাটক করে তিনি নিজে যে একটা ইমেজ তৈরি করেছিলেন সেই ইমেজটা ভেঙে খান খান হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে করা তাঁর আক্রমণের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল তিনি নারীবিদ্বেষী ব্যক্তি। আজ যখন এক নির্যাতিতার মুখের উপর তিনি ফোন কেটে দিলেন, তাঁকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।' বিষয়টি নিয়ে তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চক্রবর্তী অবশ্য দাবি করেছেন, 'পুরো ঘটনাটি সাজানো। মহিলার সঙ্গে বর্তমানে দলের কোনও সম্পর্ক নেই। ঘটনার সময় মহিলা মোর্চার প্রতিনিধিরা পাশে ছিলেন। অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজন গ্রেফতার হয়। পরে ছাড়া পায়। তারপর আবার নতুন করে এই নিয়ে রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা চলছে।' যা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

Latest