Skip to content

হলদিয়া উৎসব কমিটির পরিচালনায় চৈতন্যপুর মোড়ে অনুষ্ঠিত হল চা দিবস অনুষ্ঠান!

1 min read

হলদিয়া প্রশান্ত কুমার দাস : চা সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। চা হল চূড়ান্ত মানসিক এবং চিকিৎসা প্রতিকার এবং এটি একজনের জীবনকে আরও পূর্ণ এবং সম্পূর্ণ করার ক্ষমতা রাখে। হলদিয়া উৎসব কমিটির পরিচালনায় চৈতন্যপুর মোড়ে এই রকম একটি চা দিবস অনুষ্ঠিত হল।অনুষ্ঠানের নাম চলো যাই চা খাই । অনুষ্ঠান টি উদ্বোধন করেন হলদিয়ার রূপকার প্রাক্তন সাংসদ লক্ষন চন্দ্র শেঠ । সঙ্গে ছিলেন বর্তমান স্ত্রী মানসী দে শেঠ । উনি নিজে হাতে চা বানিয়ে জনগণের মধ্যে বিতরন করেন। সকাল থেকে রাত্রি ৮টা পর্যন্ত চা পর্বে কয়েক হাজার মানুষ অংশ নেন। সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান ইত্যাদি। অনুষ্ঠানটি বহু মানুষের মন জয় করেছে।

প্রাক্তন সাংসদ লক্ষন চন্দ্র শেঠ স্ত্রী মানসী দে শেঠ

Latest