পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহু মামলা-মোকদ্দমা এবং নানা বিতর্ক কাটিয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আগামীকাল, রবিবার ৭ই সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির নিয়োগ পরীক্ষা,আর ১৪ই সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য হবে নিয়োগ পরীক্ষা।এবারে মোট শূন্যপদ রয়েছে ৩৫ হাজার ৭২৬টি। নবম-দশম শ্রেণিতে পরীক্ষার্থীর সংখ্যা অন্তত ৩ লাখ ১৯ হাজার। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীকে সামলাতে রাজ্যজুড়ে রাখা হয়েছে ৬৩৬ টি কেন্দ্র।পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। শনিবারই পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নিয়ম জারি করেছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শনিবার মেদিনীপুর কলেজে চোখে পড়ল শেষ মুহূর্তের জোরকদমে প্রস্তুতি। দুপুর গড়াতেই কলেজে প্রস্তুতি শুরু হয় টেবিল সাজিয়ে রোল নম্বর অনুযায়ী আসনে নাম্বার চেটানোর কাজ চলছে কড়া নিরাপত্তায়। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ সতর্কতা। পরীক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে মেদিনীপুর কলেজে।সেই প্রস্তুতির চিত্র দেখা গেল— সব মিলিয়ে, নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে একদিকে যেমন উৎসাহ, তেমনি কড়াকড়ি নিরাপত্তা ও শৃঙ্খলার আবহও চোখে পড়ছে সর্বত্র।
আগামীকাল নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন!
