Skip to content

তেলঙ্গানার ঔষুধ কারখানায় বিষ্ফোরণ কান্ডে মৃত্যু হল মেদিনীপুরের আরও এক শ্রমিকের,চিকিৎসাধীন ছিলেন হাসপাতালের আইসিইউ-তে!

নিজস্ব সংবাদদাতা : গত ৩০ জুন তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশমাইলরামের সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। তেলাঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল দাসপুর ১ ব্লকের হরিরাজপুর গ্রামের একই পাড়ার চারজন শ্রমিক গুরুতর জখম হন। এই ঘটনায় পশ্চিম মেদিনীপুরের তিন জনের মৃত্যুও হয়। বছর ৫৫-র শ্রমিক তারাপদ টুডু আশঙ্কাজনক অবস্থায় হায়দরাবাদের হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সকাল সাড়ে ১০টা নাগাদ হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পর তাঁর মৃত দেহ সন্ধ্যা ৬টা নাগাদ হাসপাতাল থেকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের উদ্দেশ্যে রওনা দেন তাঁর পরিবার পরিজনেরা। বিষয়টি নিয়ে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, “দাসপুরের বিডিও খবর দিয়েছেন যিনি চিকিৎসাধীন ছিলেন তিনি মারা গিয়েছেন। তাঁকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন পাশে রয়েছে।”

Latest